সহজে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম – Find WiFi Password

আমরা আজকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা চারটি টিপস-এন্ড-ট্রিকস নিয়ে আলোচনা করব। এই টিপস জানলে আপনি খুব সহজেই আপনার ফোনে থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। অনেক সময় আমাদের বন্ধুরা আমাদের ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড সেব করে দেয় কিন্তু তার পাসওয়ার্ড কি তা আমরা জানি না। ভিডিও টি সম্পূর্ণ করলে বন্ধুর ফোন এর পাসওয়ার্ড টি আমরা জেনে নিতে পারবো। আমার চারটি আইডিয়া শেয়ার করেছি আসা করি এখান থেকে যে কোন একটা ব্যবহার করলে আপনি পাসওয়ার্ড বের করতে সফল হবেন। প্রথমে আমরা আলোচনা করেচি কিভাবে কিউআার কোড ব্যবহার করে পাসওয়ার্ড জানতে পারবো।এর পর আমারা ওয়াইফাই পাসওয়ার্ড রাউটার পেজ থেকে কিভাবে পাসওয়ার্ড বের করবো তা জানান চেষ্টা করবো এবং পাসওয়ার্ড বের করতে সফল হইবো। এর পর আমারা আরো দুটি apps নিয়ে আলোচনা করেছি এবং এই apps কোথায় পাবেন কি ভাবে ডাউনলোড করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আসা করি আমাদের আজকের ভিডিও আপনার ভালো লাগবে।
১.প্রথমে ট্রিকস টি হচ্ছে আমার কি ভাবে কিউ আর কোড ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবো। প্রথমে সেটিংসে যাবো তার পর নেটওয়ার্ক এন্ড ওয়াইফাই
অপশন টিতে ক্লিক করবো। এর পর আমারা আমাদের ফোনে যে রাউটার এর সাথে ওয়াইফাই কানেক্ট কয়েছে তার পাসের শিয়ার অপশনে ক্লিক করে কিউআর কোড টির একটি স্কিন সট নিবেন। এর পর আপানর ফোনের crome browser অপেন করে সার্চ অপশনে গিয়ে লিখবেন zxing.org তার পর একটি ওয়েব পেজ আসবে Choose file ক্লিক করে QR কোড এর ছবিটি আপলোড দিয়ে ডান পাসে থাক সাবমিট বাটন টিতে ক্লিক করলে আপনি দেখাতে পাবেন ওয়ইপাই পাসওয়ার্ড টি।
২.আপনি রাউটার সেটাপ পেজ থেকে পাসওয়ার্ড বের করতে চাইলে প্রথমে
crome browser অপেন করে সার্চ অপশনে গিয়ে লিখবেন 192.168.0.1 তার পর সার্চ করলে রাউটার এডমিন লগইন পেইজ অপেন হবে। সেখানে এডমিন এবং পাসওয়ার্ড এর যায় গায় আপনার রাউটার এর সাতে থাকা ইস্টিকার টিতে দেওয়া নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। সাধারণত আমাদের রাউটা এর এডমিনের নাম admin এবং পাসওয়ার্ড Admin হয়ে থাকে। আমরা লগইন করে নিবো তারপ হতের বাম পাশে থাকা warless অপশনে ক্লিক করে warless security তে ক্লিক করলে পেয়ে যাবো রাউটার পাসওয়ার্ড টি।
3.আমরা চাইলে google Play stpr থেকে QR and barcord screener এই এপস টি ব্যবহারে করে পূর্ব নেওয়া screenshot এর মাধ্যমে আমার খুব সহজে ওয়ইপাই পাসওয়ার্ড টি বের করে নিতে পারবো।
4. আরো একটি সহজ পদ্ধতি আচে হ্যাঁ এটি আগের পদ্ধতি গুলোর থেকে আরো সহজে। আবারো play Store এ যাবেন তারপর লিখবেন tether এই আপ্পস টি ডাউনলোড করে প্রথমে কানেক্ট থাকা ওইফাই অপশন এ ক্লিক করে আই বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড টি পয়ে যাবেন