যেকোনো সিমের নাম্বার বের করার উপায় – Find out the SIM number

মোবাইল ফোন ব্যবহার করলে সিম ব্যবহার করা হয় এটাই স্বাভাবিক ব্যাপার। হতে পারে সে সিমটি e-sim অথবা সাধারণ সিম। যে কোন কোম্পানির সিম হতে পারে। এবং অন্যদের সাথে যোগাযোগ করার জন্য এই সিম গুলোর ফোন নাম্বার থাকে। এ নাম্বারটি অনেক কাজে ব্যবহার করা হয় তাই মানুষের ব্যক্তিগত তথ্যের মধ্যে সিম এর নাম্বার একটি। যার কারণে সিম একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা যন্ত্র।
সাধারণত একটি সিমের নাম্বার সিম এর প্যাকেটের গায়ে লেখা থাকে, এবং অন্য কাউকে এসএমএস অথবা কল দেওয়া হলে নাম্বারটি দেখা যায়। বর্তমানে অনেকর কাছে একাধিক সিম থাকে, একাধিক সিম ব্যবহার করার কারণে সকল ফোন নাম্বার মুখস্ত রাখা বা মনে রাখা সম্ভব হয়না। এমত অবস্থায় আমরা যখন আমাদের ঐ সিমে রিচার্জ করতে যায় অথবা কারো সাথে আমাদের নাম্বার শেয়ার করতে যায় বা নাম্বার দিতে গেলে নাম্বারটি জানার প্রয়োজন পড়ে। এমত অবস্থায় আমাদের সিম নাম্বারটির যদি জানা না থাকে তখন অন্য কাউকে নাম্বারটি দিতে সমস্যা হয়ে থাকে। তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোড ডায়াল করে যে কোন সিমের নাম্বার বের করবেন, যে কোন সিম কোম্পানির হতে পারে।
Contents
টেলিটক সিমের নাম্বার বের করার কোড
বাংলাদেশের সবথেকে কম কল রেড এবং সকল সিম কোম্পানি থেকে অসাধারণ এমবি, মিমিট অফার দিয়ে থাকে টেলিটক সিম। টেলিটক হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর। টেলিটক এর নাম্বার বের করতে হলে, ডায়াল এগিয়ে কল করুন *551# এবং আপনার টেলিটক সিমের নাম্বার টি জেনে নিন বা দেখে নিন।
রবি নাম্বার বের করার কোড
রবি সিম হচ্ছে বাংলাদেশের আরেকটি মোবাইল অপারেটর। রবি সিমের নাম্বার বের করার জন্য ডায়েল করবেন *2# কল দেওয়ার পর আপনার রবি নাম্বার টি দেখতে পারবেন।
এয়ারটেল সিম এর নাম্বার বের করার কোড
এয়ারটেল হচ্ছে বাংলাদেশের আরেকটি মোবাইল অপারেটর। বর্তমানে এয়ারটেল এবং রবি সিমের কোম্পানি 1 একই। এয়ারটেল সিম এর নাম্বার বের করার নিয়ম। ডায়াল এগিয়ে *2# কল দিলেই এয়ারটেল এর নাম্বার দেখতে পারবেন।
গ্রামীণফোন বা জিপি নাম্বার বের করার কোড
নেটওয়ার্কের দিক থেকে খুবই জনপ্রিয় সিম কোম্পানি হচ্ছে গ্রামীণফোন বা জিপি সিম। জিপি গ্রামীনফোনের নাম্বার বের করার কোড *2# এই কোডটি ডায়াল করার পর জিপি বা গ্রামীণফোন এর নাম্বার দিতে পারবেন।
বাংলালিংক নাম্বার দেখার কোড
বাংলালিংক এর ব্যবহারকারী অনেক জন। দেশের নেটওয়ার্ক অপারেটরের মধ্যে এটি একটি ছিল প্রথম দিকে। বাংলালিংক নাম্বার দেখা কোড। বাংলালিংক সিম থেকে *511# ডায়াল করে বাংলালিংক এর সিম এর নাম্বার বের করতে পারবেন।